কোটালীপাড়ায় ৩০ দিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন | ভিন্ন খবর
![কোটালীপাড়ায় ৩০ দিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ](https://kingsnews24.com/uploads/2025/180114.jpeg)
স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনামূল্যে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) কম্পিউটার ল্যাবে সমাপনী অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়। বাপার্ডের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গণি মিনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন। এ ছাড়াও বাপার্ডর সহকারী পরিচালক শাকিলা ইসলাম, মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মোঃ আজিম উদ্দিন, প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক জয়ত নয়ন সরকার ও প্রশিক্ষণার্থী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) আয়োজিত এই প্রশিক্ষণটি ১ জানুয়ারি থেকে শুরু হয়েছ ৩০ জানুয়ারি শেষ হয়। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষাণার্থী অংশ নেয়। সফলভাবে প্রশিক্ষণ করায় সকর প্রশিক্ষণার্থীদের হাতে বাপার্ডের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়। বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন বলেন, প্রথম বারের মত আমাদের এখানে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন হলো। আগামীতে আরো কয়েকটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। আশাকরছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে অনেকেই় স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।