এনসিপি নেতা শিশিরের আবেদনে কুমিল্লা-১০ আসনের ৩৩ মসজিদ-মন্দিরে কোটি টাকা অনুদান
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন | রাজনীতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন শিশিরের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট উপজেলার ৩৩ টি মসজিদ-মন্দিরে ১ কোটি ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবরে এনসিপির এই নেতা লালমাই ও নাঙ্গলকোট উপজেলার ২ শতাধিক মসজিদ-মন্দিরে অনুদানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।
কুমিল্লা জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রথম ধাপে নাঙ্গলকোট উপজেলার ২৩ টি মসজিদ, লালমাই উপজেলার ৬টি মন্দির এবং নাঙ্গলকোট উপজেলার ৪টি মন্দিরের প্রত্যেকটিতে ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলার অনুদানপ্রাপ্ত মসজিদগুলো হলো- আদ্রা মধ্যমপাড়া বাইতুল আমান জামে মসজিদ, পাটোয়ার উত্তরপাড়া শাহী মসজিদ, বাহুরা পাটোয়ার বাড়ি জামে মসজিদ, দৌলখাঁড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, কান্দাল পশ্চিমপাড়া জামে মসজিদ, মজুমদার বাড়ি জামে মসজিদ, উরুকচাইল মোল্লাবাড়ি জামে মসজিদ, পাটোয়ার মধ্যমপাড়া জামে মসজিদ, পাইকোট উত্তরপাড়া জামে মসজিদ, চাঁনমিয়া মুন্সীবাড়ি জামে মসজিদ, কাজীবাড়ি জামে মসজিদ, নারায়নকোট চৌধুরী বাড়ি জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ (কান্দাল), শ্রীহাস্য উত্তরপাড়া জামে মসজিদ, শিকারবাড়ি জামে মসজিদ, কান্দাল পূর্বপাড়া আল হেরা জামে মসজিদ, উরুকচাইল উত্তরপাড়া জামে মসজিদ, উরুকচাইল মধ্যমপাড়া জামে মসজিদ, টনিভাঙ্গা জামে মসজিদ, তেতৈয়্যা মধ্যমপাড়া জামে মসজিদ, নারাচোঁ বাইতুল আজিজ জামে মসজিদ ও তেতৈয়্যা পশ্চিমপাড়া জামে মসজিদ। লালমাই উপজেলার অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- বাগমারা সিদ্বেশ্বরী কালিবাড়ি মন্দির, বাগমারা দাসপাড়া সৎসঙ্গ দূর্গা মন্দির, বেতিয়াপাড়া রক্ষা কালিবাড়ি মন্দির, নাওড়া দূর্গাপূজা মন্দির, রানীচোঁ শ্রী দূর্গা মন্দির ও জয়শ্রী সার্বজনীন দূর্গা মন্দির। নাঙ্গলকোট উপজেলার অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- বেলঘর ঘোষাইবাড়ি লক্ষীগোবিন্দ ও দূর্গা মন্দির, মক্রবপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, গোমকোট শ্রী শ্রী রামকুঠির মন্দির, বড় ফতেহপুর শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ নির্বাচনী আসনের প্রার্থী জয়নাল আবেদীন শিশির বলেন, আমার আবেদনের প্রেক্ষিতে লালমাই-নাঙ্গলকোটের ৩৩টি মসজিদ-মন্দিরে ১কোটি ২ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই অঞ্চলের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান দেওয়া হবে। গত সরকারের সময়ে সরকারি অনুদান বন্টনে বৈষম্য হতো, অনুদানের টাকা নেতাদের পকেটে চলে যেতো। আমরা ক্ষমতায় আসলে, সরকারি অনুদানের সকল অর্থ প্রকল্পের কাজে ব্যয় করা হবে।
লালমাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু সুমন রায় চৌধুরী বলেন, আমাদের উপজেলায় প্রথম ধাপে ৬টি মন্দিরে ৩ লক্ষ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা জেলা পরিষদ থেকে অনুদান এসেছে। অনুদানের এসব অর্থে মন্দিরের সংস্কারসহ ধর্মীয় কাজ এগিয়ে নেওয়া যাবে। অনুদান পেতে সহযোগিতা করায় এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে বাকি মন্দিরগুলোতেও তিনি অনুদান পাওয়ার ব্যবস্থা করবেন।
নাঙ্গলকোটের পাটোয়ার মজুমদার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: বোরহান উদ্দিন বলেন, এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির ভাইয়ের প্রচেষ্টায় আমাদের মসজিদে ৩ লক্ষ টাকা অনুদান এসেছে, এতে মসজিদের সংস্কার কাজ সম্পূর্ণ হবে। মুসল্লীরা অনুদানের কথা শুনে এনসিপি নেতার ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন যিনি নির্বাচিত হবার আগেই আমাদের জন্য কাজ করেন, আমরা এমন ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
