উত্তরা টাউন কলেজ বন্ধুসভার উদ্যোগে মানবতার দেয়াল
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন | ভিন্ন খবর

সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মানবতার দেয়াল স্থাপন করেছে উত্তরা টাউন কলেজ বন্ধুসভা। গত ২৪ মার্চ কলেজের পাশের একটি দেয়ালে এটি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা টাউন কলেজের অধ্যক্ষ নুরুল আলম ভূঁইয়া, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রবিউল ইসলাম, আরাফাত হোসেন, সমাজকল্যাণ বিভাগের শিক্ষক মুক্তা বর্মন, বাংলা বিভাগের শিক্ষক সালেহ নূর লিখন ও শাহিনা পারভীন।
বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোস্তাকিনূর রহমান, সদস্যসচিব নাজিব হাসান, সদস্য খুশবু আক্তার, ফাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।
বন্ধুরা জানান, আরও কয়েকটি স্থানে উত্তরা টাউন কলেজ বন্ধুসভার উদ্যোগে মানবতার দেয়াল স্থাপন করা হবে। এখান থেকে যাদের প্রয়োজন, তারা পোশাক নিয়ে যেতে পারবে এবং যাদের প্রয়োজন নেই, তারা পোশাক রেখে যেতে পারবে।