ইবিতে জুতা আবিষ্কার নাটক পথস্থ

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৩ অপরাহ্ন   |   বিনোদন

ইবিতে জুতা আবিষ্কার নাটক পথস্থ


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাট্যসংগঠন বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি) এর আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতার অবলম্বনে 'জুতা আবিষ্কার' পথনাটক প্রদর্শিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ নাটকটি পথস্থ হয়।


থিয়েটারের যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক আহমেদের নির্দেশনায় রাজার চরিত্রে অভিনয় করেন সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন পিয়াস, মন্ত্রীর অভিনয়ে সভাপতি আব্দুল মমিন নাহিদ, উজির তাজনিয়া আহমেদ লাবন্য, নাজির মাহমুদুজ্জামান নিশান, শান্ত্রী আদনান আলিম পাটোয়ারী, মুচি মাহির আল মুজাহিদ, ঝাড়ুদার পারিজাত সুলতানা, কুলছুম আক্তার, পুঁথিপাঠক সিতারা বেগম মোনালিসা মুনা অভিনয় করেন।



'জুতা আবিষ্কার' কবিতার নাট্যরুপ দেন শেখ মোহা: মহিউদ্দিন ও সহযোগিতায় ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, ইমরান নাজির, শিহাব উদ্দীন, ফাহিম। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম রিন্টু ও কয়েকশ শিক্ষার্থী।