আনোয়ারা খানম এর কবিতা "অদৃশ্য আঁচড় "
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১০:০৫ অপরাহ্ন | সাহিত্য

"অদৃশ্য আঁচড় "
আনোয়ারা খানম
কোথা থেকে আসে ভাব
কোথায় যে মিলায়- -
কে সৃজিল মন এক
দিয়ে তাতে হৃদয়!
দেখা তাকে যায়না কভু
ছোঁয়াও না যায়,
উপলব্ধিতে দেয় সে ধরা
হাসায় কাঁদায়!
ঘটন অঘটন যত
জীবন বেলায়!
অদৃশ্য আঁচড়ে লেখা
হৃদয় পাতায়।
অবারিত আকাশ তার
হারায় নিলীমায় - - -
সাধে না ধার কারও
মানে না বাঁধায়।
অচিন পাখি তুমি
কইও না কথা
ভুলিও না রঙ্গ রসে!
ক্ষণিক জীবন
অনন্তের সাধন
রাখিও না তাকে বসে।
আনোয়ারা খানম , মিরপুব,ঢাকা
১৯.১১.২০।