শাবিপ্রবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

 প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন   |   শিক্ষা

শাবিপ্রবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল


দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছেন।

সোমবার (১০মার্চ) রাত ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গোলচত্বরে এসে শেষ হয়।মিছিলে শিক্ষার্থীরা, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’—সহ নানা স্লোগান দেন।শিক্ষার্থীরা জানান, আট বছর বয়সী আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে তারা এ মিছিল করছেন। তারা বলেন, এর আগেও তারা বিক্ষোভ করেছে, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্ট ১৮০ দিনের মধ্যে মামলার রায় দেওয়ার নির্দেশ দিলেও তারা এর দ্রুত বিচার চায়।    শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও প্রশাসন নীরব। বরং স্বরাষ্ট্র উপদেষ্টা নারীদের নিরাপত্তা ইস্যুতে হাস্যকর বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পদত্যাগ দাবি করছি।


শিক্ষা এর আরও খবর: