বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মধ্যে বয়সী জাহাঙ্গীর গ্রেফতার

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন   |   সারাদেশ

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মধ্যে বয়সী জাহাঙ্গীর গ্রেফতার


লালমাই প্রতিনিধি:


কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ওই প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে লালমাই থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।


গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মীয়মাণ ভবনের শ্রমিকদের থাকার ঘরে এ ঘটনা ঘটে। এমন নেক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।


মামলায় উল্লেখিত আসামিরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৫) ও মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। অপর আসামি বাহার মিয়াকে গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ আলম।

সারাদেশ এর আরও খবর: