মাদারীপুরে নকল পিপিই ও মাস্ক বিক্রির দায়ে জরিমানা
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:২৫ অপরাহ্ন | সারাদেশ

এসএম আরাফাত হাসান:
মাদারীপুরে খোলা বাজারে নকল পিপিই ও মাস্ক বিক্রির দায়ে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় অর্ধশত নকল পিপিই, ১ হাজার মাস্ক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের সামনে থেকে এ তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
জানা গেছে, মাদারীপুর সদর হাসপাতালের সামনে একটি পিকআপে করে তিন ব্যাক্তি খোলাবাজারে নকল পিপিই ও মাস্ক বিক্রি করতে থাকে। বিকেল থেকে সাধারন মানুষের কাছে এই পিপিই ও মাস্ক বিক্রি করে তারা। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আনোয়ার হোসেন। এসময় নকল পিপিই ও নকল মাস্ক বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ১ হাজার মাস্ক ও অর্ধশত পিপিই।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে নকল পিপিইসহ আটক করি। তারা সাধারন মানুষের কাছে এগুলো বিক্রি করছিল। তাদের মধ্যে মূল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’