সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন   |   সারাদেশ

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

 জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোনবার সকাল (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর,  খন্দকার আলীমুজ্জামান প্রমূখ। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

সারাদেশ এর আরও খবর: