নলছিটিতে লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ

নলছিটিতে লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মোঃ আরিফ শিকদার (নলছিটি ) :  ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার( ১২ মার্চ) উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।


জরিমানা প্রাপ্তরা হলেন,নলছিটি পৌর সুপার মার্কেটের গিয়াস কসমেটিকস এর স্বত্বাধিকারী গিয়াস হাওলাদার ও  জুয়েল স্টোরের স্বত্বাধিকারী মাসুম মাল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা শিশু খাদ্য বিক্রি করতেন কিন্তু তাদের কোন লাইসেন্স ছিল না। তাই তাদের ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



সারাদেশ এর আরও খবর: