ববিতে বন্ধ হচ্ছে মঙ্গলবারের অনলাইন ক্লাস

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৪, ১২:২৮ অপরাহ্ন   |   শিক্ষা

ববিতে বন্ধ হচ্ছে মঙ্গলবারের অনলাইন ক্লাস


ববি প্রতিনিধি :


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী ১৬ জানুয়ারি থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারেও স্ব-শরীরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


৩ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ৪৩তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারও স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উপচার্য (রু.দা) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সেশনজট নিরাসনে এমন উদ্যোগ নেওয়া৷ শিক্ষার্থী বান্ধব কর্মপ্রয়াসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের মূল লক্ষ্য।

শিক্ষা এর আরও খবর: