সালথায় বই উৎসবে শিশুদের সাথে ইউএনওর উচ্ছ্বাস
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন | শিক্ষা
জাকির হোসেন, সালথা (ফরিদপুর) :
নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীকে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সাথে ইউএনওর আনন্দ-উৎসবের এ দৃশ্য দেখা গেছে।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে শিশু শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ করে নেন ইউএনও। পরে ওই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানমের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ফজলে রাব্বী, শিক্ষক একে এম শরিফুল ইসলাম, আতিয়া পারভীন, লক্ষী রাণী, হেমামনি সনিতা মণ্ডল, রোজিনা আক্তার, শিউলি আক্তার প্রমূখ।