খুলনা দাকোপ থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা দাকোপ থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন (রুপসা, খুলনা) :


গত ২৭ ডিসেম্বর খুলনা জেলার দাকোপ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এক সুধী সমাবেশ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের  বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য করে তুলতে জেলা পুলিশ খুলনার সকল কার্যক্রম চলমান রয়েছে বলে আশা ব্যক্ত করেন।

সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক; মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, আতিকুর রহমান, অফিসার ইনচার্জ দাকোপ থানা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও সুধীবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: