কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন   |   জেলার খবর

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত


কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের নিচে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন।


গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা যাত্রী ছাউনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই কিশোরের নাম শেখ সিয়াম (১৯) ও আব্দুর রশীদ(২০)। তাদের বাড়ি মিরপুর উপজেলার বীজনগর গ্রামে। সিয়াম মিরপুর উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারমীন সীমার ছোট ছেলে। আব্দুর রশীদ একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং নিহত সিয়ামের বন্ধু। তারা মোটরসাইকেলযোগে ঘুরতে গিয়েছিল।


এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আল ওবায়েদ জানান, নিহত দুইজন একে অপরের বন্ধু। তারা মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিল। লালন শাহ সেতু থেকে ফেরার পথে সন্ধ্যার দিকে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে যায়।

জেলার খবর এর আরও খবর: