কুমিল্লা-১০ সংসদীয় নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়ন দাখিল

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন   |   জেলার খবর

কুমিল্লা-১০ সংসদীয় নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়ন দাখিল

কুমিল্লা-১০ (লালমাই ও নাঙ্গলকোট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আর্থিক অপরাধ বিষয়ে আন্তর্জাতিক পিএইচডি স্কলার ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।

নির্বাচনী বিধি অনুযায়ী আসনের মোট ৫ লাখ ৩৬ হাজার ২২৭ জন ভোটারের ১ শতাংশ, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরিত সমর্থন ও হলফনামাসহ তিনি বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে এফসিএ ও পিএইচডি উল্লেখ করা হয়েছে। আয়ের উৎস হিসেবে সিএ পেশা, বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা এবং বিভিন্ন কোম্পানির বোর্ড সভায় অংশগ্রহণের কথা বলা হয়। সম্পদের বিবরণে লালমাই উপজেলার দৌলতপুর ও ফতেপুর (জামতলী) মৌজায় পৈতৃক ও মাতৃসূত্রে প্রাপ্ত দুটি বাড়ি, ঢাকার একটি ফ্ল্যাট, একটি টয়োটা জিপসহ অন্যান্য সম্পদের তথ্য রয়েছে। প্রার্থী ও তাঁর পরিবারের কোনো প্রকার ঋণ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ২১ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন ড. মোস্তফা সাজ্জাদ হাসান।

জেলার খবর এর আরও খবর: