জাহাঙ্গীর হাওলাদারের শোকসভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু ( শরনখোলা, বাগেরহাট):
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ সোমবার বিকেলে সাউথখালী ইউনিয়নে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক মোল্লা। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা জাহাঙ্গীর হাওলাদারের রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, জনপ্রিয় ও ত্যাগী নেতা। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তার ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

