নারী উন্নয়ন শক্তির আয়োজনে ২১তম বিএনএফ দিবস উদযাপন:

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন   |   সফলতার গল্প

নারী উন্নয়ন শক্তির আয়োজনে ২১তম বিএনএফ দিবস উদযাপন:


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন শক্তি  আজ ২ ডিসেম্বর ২০২৫ সংস্থার বনশ্রী প্রশিক্ষণ কেন্দ্রে “দুঃস্থ নারী সদস্যদের উন্নয়ন ও সফলতার গল্প বলা” শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে। বিএনএফ–নাস প্রকল্পের আওতায় সুবিধাভোগী নারীরা তাদের জীবনের সংগ্রাম, অগ্রগতি ও অর্জনের না অভিজ্ঞতা উপস্থিতদের সাথে ভাগ করে নেন। এ কার্যক্রমে সহায়তা প্রদান করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি বলেন, “নারীর উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তারা নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়াতে পারে এবং আয় রোজগার করতে পারে। নাস সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, আর আজকের সফলতার গল্পগুলো এই প্রচেষ্টার বাস্তব ফল।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. সুলতান মাহমুদ রাজ্জাক বলেন, “স্বল্প পুঁজি ও যথাযথ দিকনির্দেশনা পেলে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়—নারী উন্নয়ন শক্তির এই প্রকল্পটি তার বাস্তব উদাহরণ।” 

সভায় উপকারভোগী নুপুর আক্তার ও জেসমিন তাদের জীবনের অনুপ্রেরণামূলক পরিবর্তনের গল্প তুলে ধরেন। নুপুর আক্তার, যিনি যৌতুকের কারণে নির্যাতিত ও তালাকপ্রাপ্তা একজন নারী, জানান—

“বিপদগ্রস্ত অবস্থায় নারী উন্নয়ন শক্তির সহায়তা পেয়ে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করি। দুটি হাটে এবং অনলাইনে আমি কাপড় বিক্রি করি। বর্তমানে আমি একজন সফল পোশাক বিক্রেতা। নিজের আয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদে বসবাস করছি এবং তার শিক্ষার ব্যয়ও বহন করতে পারছি।”

উপকারভোগী জেসমিন বলেন— “নারী উন্নয়ন শক্তির সহায়তায় বড় একটি গামলায় টুলের উপর মুড়ি বিক্রি দিয়ে আমার পথচলা শুরু। পরে  একটি খাবারের দোকান দিতে পেরেছি। এখন দোকানে হালিম, চটপটি, আলুর দম, ফুচকা, নুডুলসসহ নানা খাবার বিক্রি করি। তিন সন্তান নিয়ে কঠিন সময় পাড়ি দিলেও আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। দোকানের আয়ে ৪টি রিকশা কিনে গ্যারেজ নিয়ে ব্যাবসা চালাই—এখন আমাদের জীবন অনেক সুখের।”

নারী উন্নয়ন শক্তির এ ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থানকে সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান যা ২০০৭ সাল থেকে নারী উন্নয়ন শক্তিকে নারীদের স্বনির্ভরতা ও নির্যাতন প্রতিরোধে সহায়তা করে আসছে।


সফলতার গল্প এর আরও খবর: