নিজের অবস্থান পরিস্কার করলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন   |   রাজনীতি

নিজের অবস্থান পরিস্কার করলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার
নিজের অবস্থান পরিস্কার করতে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এর আগে নানা মাধ্যমে অভিযোগ এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার অনুদানের নামে চাঁদা চেয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজনের জন্য আর্থিক অনুদান চেয়ে তিনি ৭০টির বেশি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন। সালাউদ্দিন আম্মার লিখেন , যেহেতু প্রশ্ন উঠেছেই, আমি মেইনস্ট্রিম মিডিয়াকে অনুরোধ জানাবো আপনারা অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করেন। আমার ব্যাংক একাউন্ট, বাবা-মায়ের গত ৫বছরের এবং এই ১বছরের ব্যাংক ব্যালেন্স খতিয়ে দেখেন। আম্মুর একাউন্টে তার শিক্ষিকা হিসেবে পাওয়া বেতনের বাইরে আর কোনো টাকা ঢুকেছে কিনা। আমার জানামতে হয়তো আব্বুর কোনো ব্যাংক একাউন্টই নাই। আমার বিকাশ ,নগদ একাউন্ট আর ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর বাইরে আর কোনো একাউন্ট নাই। আমার এলাকাতে আমি কোনো সভা করিনাই, রাজনৈতিক প্রভাবেরও যদি কোনো অভিযোগ পান সেটাও তদন্ত করবেন। আমি চেয়েছিলাম যদি রাকসু করি তাহলে রাকসুর আগে সম্পদের হিসাব ক্লিয়ার করবো যেহেতু কোটিপতি হওয়ার সুযোগ ছিলো। সেটা করার সুযোগ পেয়েছি।

রাজনীতি এর আরও খবর: