সিলেট ওসমানী মেডিকেলে ভর্তির চান্স পেয়েছে বিয়ানীবাজারের আহসান হাবিব
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৯:২২ অপরাহ্ন | সফলতার গল্প
বিয়ানীবাজার উপজেলার পৌরসভার ১নং-ওয়ার্ড শ্রীধরা গ্রামের মেধাবী মুখ আহসান হাবিব রুম্মান ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থেকে সিলেট এম.এ.জি ওসমাসী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চান্স পেয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা আহসান হাবিব রুম্মানের ফল প্রকাশের পর এমন খবরে রীতিমতো আনন্দে আত্মহারা তাঁর পরিবার পরিজনসহ রুম্মান নিজেও।
রুম্মান বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামের সুনামের গুষ্ঠির জনাব আব্দুল কাদির (তুতা) ও নুরুন নাহার বেগমের ছোট ছেলে।
আহসান হাবিব এর আগে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে মেধা বৃত্তি এবং এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়। এ ছাড়াও আহসান শিক্ষা জীবনে বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
মা-বাবা বড় ভাই আর পরিবারের লালিতো স্বপ্ন পূরণে নিজেকে নিংঙড়ে দেয়া আহসান হাবিব রুম্মান বলেন, আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে যার অশেষ মেহেরবানি এবং আমার মা-বাবা পরিবার পরিজন শ্রদ্ধাবাজন শিক্ষক সহপাঠীসহ সকলের দোয়া ও সহযোগীতায় আমি এমন প্রত্যাশীত ফলাফল করতে সক্ষম হয়েছি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। ছোটবেলা থেকেই আমার এবং আমার পরিবারের স্বপ্ন ছিল আমি ডাক্তার হওয়ার। আর সেই লক্ষ্যেই আমি আমার পড়ালেখায় মনোযোগী ছিলাম। সরকারি মেডিকেলে চান্স পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি একজন আদর্শবান ডাক্তার হয়ে দেশ এবং দশের কল্যাণে কাজ করতে পারি। বিশেষ করে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি।
এদিকে আহসান হাবিব রুম্মানের এমন সাফল্যে তাঁর নিজ এলাকা গ্রামসহ উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গ রুম্মানের প্রসংশা করে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন