সিত্রাং: পটুয়াখালীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৯:২৫ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

সিত্রাং: পটুয়াখালীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) :  ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লায় বিদ্যুৎ ও সুপেয় পানি প্রস্তুত রাখা, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন, দরকারি ঔষধের ব্যাবস্থা রাখা, শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরী সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।  

#


জনদুর্ভোগ এর আরও খবর: