যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

যশোরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অফিস ভবনে গতকাল বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। 


অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গ্রাহকের ন্যায্য দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তি করাই আমাদের প্রধান অঙ্গীকার।

এ সময় বিভিন্ন শাখার কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, সেবার মান উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মেয়াদপূর্ত বীমা ও মৃত্যু দাবির বিপরীতে চেক হস্তান্তর করা হয়। এতে উপস্থিত কর্মকর্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করে।

অনুষ্ঠান শেষে কোম্পানির সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: