বগুড়াস্থ নিজস্ব ভবনে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বগুড়াস্থ নিজস্ব ভবনে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
সভায় বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও চলমান ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক বীমা গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করা হয় এবং কর্মকর্তাদের মধ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করা হয়।