পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করছে পরিচয়হীন ব্যক্তি- এমন অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিল থানায় এই জিডি করেন পপুলার লাইফের কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।


 


আরিফুর রহমান স্বাক্ষরিত জিডিতে উল্লেখ করা হয়, পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলীর নামে কোন ফেসবুক আইডি নেই। ষড়যন্ত্রকারী, দুষ্টচক্র ও শত্রুপক্ষ BM Yousuf Ali, Link- https://www.facebook.com/share/1Eu7Lolje3/?mibextid wwXIfr ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সিইও এবং তার পরিবারের সদস্যদের ছবি এডিট করে ভুয়া ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছে। এসব ভুয়া বিষয় না জেনেই উৎসুক লোকজন শেয়ার করছে। এই অজ্ঞাতনামা ব্যক্তির পরিচালিত ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন এডিট করা ছবি আপলোড করায়- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সিইও বি এম ইউসুফ আলী এবং তার পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। একইসঙ্গে এই ঘটনায় ব্যাপক মানহানী ও সুনাম ক্ষুন্ন হচ্ছে।


জিডিতে আরো উল্লেখ করা হয়, ‘‘পরিচয়হীন ব্যক্তির ভুয়া ফেসবুক আইডি ও বে-আইনী কর্মকান্ড বিষয়ে সিইও বি এম ইউসুফ আলীকে জানালে তিনি হতভম্ব হন। ভবিষৎতের জন্য এ বিষয় সাধারণ ডায়রি করা প্রয়োজন।’’


 উল্লেখ্য, কুচক্রি মহল দীর্ঘ সময় পপুলার লাইফের সুনাম ক্ষুন্ন করার জন্য অপপ্রচার ও মিথ্যাচার করছে। এ নিয়ে একাধিকবার জিডি করা হয়েছে। এধরণের সাইবার ক্রাইম বিব্রতকর ও বীমা খাতের জন্য অশনি সংকেত । এই ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পপুলার লাইফকে নিয়ে অশ্লীল অপপ্রচার, মিথ্যাচার ও নোংরামি বন্ধ না হলে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এধরণের বিভ্রান্তি এড়াতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ফেইক আইডি থেকে সাবধান ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএম ইউসুফ আলী।


ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সুত্রে জানা যায়, শুধু ঢাকাতেই সাইবার ক্রাইমের যতো অভিযোগ তার বেশিভাগ ফেসবুক সম্পর্কিত। অপরাধ নিয়ন্ত্রণে সিটিটিসি কাজ করছে। ফেক আইডিটির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে থানা পুলিশের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। একইসঙ্গে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি অভিযোগ জানানো যায়। অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হলে বিচারের আওতায় আসতে হবে।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: