বিয়ানিবাজারের ‘খাসাড়ীপাড়া সমাজ কল্যাণ সমিতি, কাতালোনিয়া’র আত্মপ্রকাশ

 প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৯:৩৯ অপরাহ্ন   |   প্রবাস

বিয়ানিবাজারের ‘খাসাড়ীপাড়া সমাজ কল্যাণ সমিতি, কাতালোনিয়া’র  আত্মপ্রকাশ


কবির আল মাহমুদ (স্পেন) : প্রবাসে যান্ত্রিক শত ব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে আরোও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্মৃষ্টিতে সিলেটের বিয়ানিবাজারের ‘খাসাড়ীপাড়া সমাজ কল্যান সমিতি, কাতালোনিয়া’র  আত্মপ্রকাশ করেছে। ১লা মে বার্সেলোনার স্থানীয় একটি হলে উপস্থিতির সম্মতিক্রমে সাইদুর রহমান (আয়নুল)কে সভাপতি, মতিউর রহমান কে সাধারণ সম্পাদক, রাজু আহমদ কে সাংগঠনিক এবং আফিয়া বেগমকে মহিলা সম্পাদিকা করে কমিটি ঘোষনা করা হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী ৩মাসের মধ্যে পূর্নাজ্ঞ কমিটি করার ঘোষনা প্রদান করেন।

বক্তারা এ সময় প্রবাসে নিজেদের মধ্যে সুসম্পর্ক রেখে নিজ গ্রামের তথা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।