বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন | জাতীয়

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রথম আলোর প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা।
ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক বলেন, তার দুই সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে বের করতে পরেছেন। তবে ছোট সন্তান এখনও আটকে রয়েছেন। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।
ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়।