বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:১০ অপরাহ্ন | প্রেসরিলিজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সমাজের বিত্তবান/সামর্থ্যবান মানুষদের খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব এর সভানেত্রী সালেহা খান আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর উদ্যোগে ঢাকা সেনানিবাসের আশপাশের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া দরিদ্র ও নি¤œবিত্ত মানুষের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে তাদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সে লক্ষ্যে বাফওয়া এর সভানেত্রী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যথা চাল, আটা, আলু ও তেল ইত্যাদি বিতরণ করেন।
এ সময় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার এর সভানেত্রীগণ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যাগণ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার এর সম্পাদিকাগণ এবং বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।