বশেফমুবিপ্রবিতে ইইই এসোসিয়েশনের দায়িত্বে আজাদ - শাকিল

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন   |   শিক্ষা

বশেফমুবিপ্রবিতে ইইই এসোসিয়েশনের দায়িত্বে আজাদ - শাকিল

মোঃ সাদেকুল ইসলাম সাকিব  (বশেফমুবিপ্রবি প্রতিনিধি):

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) তে ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং সমিতির নির্বাচনে সহ-সভাপতি আজাদ সরকার এবং সাধারণ  সম্পাদক শাকিল হাসান নির্বাচিত হয়েছে।

ইইই সমিতির কার্যকরী সংসদ গঠনের লক্ষ্যে গত২৬/১১/২৩ তারিখে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে  ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগীয় সমিতির  নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়।

সমিতির অন্যান্য নির্বাচিতরা হলেন-  সহ-সাধারণ সম্পাদক পদে ৩য় ব্যাচের জুনাইদ ইসলাম , সাংগঠনিক সম্পাদক পদে হাছিবুল ইসলাম রিজন, সহ- সাংগঠনিক পদে মো: সাদমান সাকিব, প্রচার সম্পাদক পদে শাহরিয়ার হোসেন নাবিল, উপ-প্রচার সম্পাদক পদে মো: কায়কোবাদ নিপু, দপ্তর সম্পাদক পদে আলীম হোসেন সালমান ,উপ-দপ্তর সম্পাদক পদে মোঃ জাকিরুল ইসলাম , ক্রীড়া সম্পাদক পদে এম রোবায়াত বখতিয়ার ত্বোহা, উপ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ মুইনুল ইসলাম , সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে মো: তানভির হাসান নোমান ও নন্দিতা সাহা নিশি , পাঠকক্ষ ও সেমিনার সম্পাদক পদে মোঃ রিয়াদ হাসান , ছাত্রী সম্পাদিকা পদে জান্নাতুন নূর জবা ও নিশাত আনন অর্পা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আই. কে. গুজরাল ঘোষ অপূর্ব ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সুমন দেবনাথ ও ফারহানা উম্মে সালমা  , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ নির্বাচিত হন।

কার্যকরী সদস্যরা হলেন মো: সাকিব ভুইয়া , মো: উমর ফারুক , আরিফ হোসেন , আবদুল হামিদ , তৈয়ব আলী।

এই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদাধিকার বলে ইইই বিভাগের বর্তমান চেয়ারম্যান (সহকারী অধ্যাপক ড. মো: রাশিদুল ইসলাম ), সহ-সভাপতি  পদাধিকার বলে ( প্রভাষক মো: সিজার রহমান ) এবং কোষাধ্যক্ষ পদাধিকার বলে  (প্রভাষক মো: মাহফুজুল হক)।


নবনির্বাচিত সহ-সভাপতি আজাদ সরকার বলেন, ভিপি পদটি অনেক দায়িত্বশীল পদ। এই পদে আমাকে অধিষ্ঠিত করার পেছনে যারা অগ্রনী ভূমিকা পালন করেছে এবং আমার সকল সহপাঠী ও ছোট ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামী ১ বছর আমার কমিটি অত্র ডিপার্টমেন্টে সুষ্ঠ ও শৃঙ্খলার সঙ্গে কাজ করে যাবে সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাকিল হাসান  বলেন,এই ইইই সমিতির সাধারণ সম্পাদক হতে পেরে আমি গর্বিত। আমি সবার প্রতি কৃতজ্ঞ আমার উপর আস্থা রাখার জন্য।


শিক্ষা এর আরও খবর: