ফরিদপুরে বিএমএ জেলা শাখার উদ্যোগে চিকিৎসকদের মিলন মেলা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২:১০ অপরাহ্ন | চিকিৎসা

ফরিদপুরে বিএমএ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (২৮শে জুলাই )দিন ভর ডাক্তারদের মিলন মেলা ও সেমিনার আয়োজন করা হয়। ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল রুমে এ সেমিনার আলোচনা সভা অনুষ্টিত হয়। বিএমএ সভাপতি প্রফেসর ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও ডাক্তার নিশাত চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল
কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা, ডায়াবেটিস সমিতি মেডিকেল কলেজের অধ্যক্ষ জহিরুল হক মিয়া, বিএমএ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর,ডাক্তার রফিকুল ইসলাম সহ কয়েক শতাধিক চিকিৎসক।