পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি ঘটায় রেলপথ মন্ত্রীর গভীর শোক প্রকাশ।
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ অপরাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী
পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি ঘটায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
নিহতদের মধ্যে ৮ জন শিশু, ১২ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে আউলিয়ারঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে । যাত্রীগণ মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে নৌকা যোগে পারাপার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রেলপথ মন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবার বর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।