ত্রাণ কার্যক্রম অব্যাহত ও এক মাসের দোকান ভাড়া মওকুফ করলেন এম এ খান আমান

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৯:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ

ত্রাণ কার্যক্রম অব্যাহত ও এক মাসের দোকান ভাড়া মওকুফ করলেন এম এ খান আমান

সরদার মজিবুর রহমান (গোপালগঞ্জ)

করোনাভাইরাসের কারনে লকডাউনের কবলে মুকসুদপুর উপজেলা । দিন মজুর, অসহায় শ্রমিক, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুর্তে খাদ্য সংকটে ভুগছে। এছাড়াও দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া দেয়া সম্ভবনা ব্যবসায়ীদের। তাদের একমাসের ভাড়া মওকুফ করেন। ও খেটে খাওয়া মানুষের কথা ভেবে সিলেক্ট লাইনের পরিচালক ও সাপ্তাহিক কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক পৌরসভার ঐতিহ্যবাহী চন্ডিবরদী গ্রামের খান বাড়ীর সন্তান এমএ খান আমান এলাকার ২৫০টি পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে। এছাড়াও তিনি করোনাভাইরাস ঝুকি এড়াতে সুরক্ষা সামগ্রী ২ হাজার মাস্ক ও ১১টি জীবানু নাষক স্প্রে করেছেন। এবং এলাকার বিভিন্ন স্থানে জীবানু নাষক স্প্রে করেন। চলতি মাসের ২ ও ১০ এপ্রিল দিনব্যাপী পৌরসভার চন্ডিবরদী ও আসে পাসের এলাকার দুঃস্থদের মাঝে তিনি এসব বিতরণ করেন। ত্রাণের প্যাকেটে ছিলো ১০ কেজী চাল, ২ কেজী ডাল, ২ কেজী পিয়াজ , রসুন, ৫ কেজী আলু, ১ লিটার তেল, ১ কেজী লবন, ১টি সাবান। এমএ খান আমান জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপির নির্দেশনায় ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খানের উৎসাহে এসকল সেবামূলক কাজ করেছি। তিনি আরও জানান আমার নিজস্ব তহবিল থেকে ২দিনে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ২ হাজার মাস্ক ও এলাকার বিভিন্ন স্থানে জীবানু নাষক স্প্রে করেছি। দেশের চলমান অবস্থা বিরাজমান থাকলে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: