ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হাওলাদার আর নেই

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫১ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ  শাহজাহান হাওলাদার  আর নেই

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, মাদারীপুরের শিবচরের  কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ  শাহজাহান হাওলাদার আজ ২৬ সেপ্টেম্বর সোমবার  ভোর ৫ টায়  সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বৎসর।  মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ  অসংখ্য গুণগাহী রেখে গেছেন।  পুত্র এলএলবি স্টুডেন্ট ও কন্যা বিবিএ স্টুডেন্ট। তিনি ২২ আগস্ট ১৯৮১ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনপেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ২ সেপ্টেম্বর ১৯৮১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। ২৭ ফেব্রুয়ারী ১৯৯৩ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ২১ ডিসেম্বর ২০০০ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।  আজ  বাদ জোহর ঢাকা জজকোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।


শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: