টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন   |   শিক্ষা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক  সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

মোঃ নাঈমুর রহমান (খুবি প্রতিনিধি):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে আজ ১৪ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।



শিক্ষা এর আরও খবর: