বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন | শিক্ষা

মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩' পালন করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৩তম বছরে পদার্পণ উপলক্ষ্যে সকল বিভাগ ও ইন্সটিটিউটের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপাচার্য ক্যাফেটেরিয়া চত্বরে ‘জব ফেয়ার’ এবং শারীরিক শিক্ষা অফিসের প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে বিকেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে ছাত্র-র্শিক্ষক কেন্দ্রের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যায় একক লোকসঙ্গীত পরিবেশনা করেন বাউল শিল্পী শফি মন্ডল। এছাড়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়।
উপাচার্য অ্যাপক ড. নূরুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫২ বছর অতিক্রম করলো।বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশাই রাখছি। ছাত্র-শিক্ষক সবার সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।