জামালপুরে সরকারী জমি বিক্রির অভিযোগে শিক্ষক শোকজ, জেলা শিক্ষা অফিসারের তদন্ত

 প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

জামালপুরে সরকারী জমি বিক্রির অভিযোগে শিক্ষক শোকজ, জেলা শিক্ষা অফিসারের তদন্ত


শামীম আলম (জামালপুর) :  জামালপুর সদর উপজেলা ৩৭১নং উত্তর কৈডোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী জমি বিক্রি ও দখল করে পাকা বাড়ি নির্মাণ ও বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম অভিযোগে শোকজ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে তদন্ত করেন জামালপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ গত ১০.০৮.২০২০ সালে সরেজমিনে তদন্ত করে সত্যতা পেয়েছেন। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাবেক আবদুর রাজ্জাক তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রমাণ মিলেছে। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির সরেজমীনে সাবেক ডিডি মহোদয় ও তদন্তে সত্যতা পেয়ে বিভাগীয় শোকজ করেন।  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ২৭.০২.২৩ তারিখে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়। গত ২ মে রবিবার বর্তমান জামালপুর জেলা শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান সরেজমিনে তদন্তে করেন।

৩৭১নং উত্তর কৈডোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সাথে এই বিষয় কথা বললে তিনি বলেন জি আমি বিদ্যালয়ের ৭ শতাংশ জমি বিক্রি করেছি। বিদ্যালয়ের জমির মধ্য বাড়ি নির্মাণ করেছি। সব স্যারেরা দেখে তদন্ত করে গেছে।

৩৭১নং উত্তর কৈডোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিচার দাবি করেন।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: