ছাত্রশিবির স্পষ্টতই গা’দ্দা’রিকে বেছে নিয়েছে: মাহিন

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন   |   রাজনীতি

ছাত্রশিবির স্পষ্টতই গা’দ্দা’রিকে বেছে নিয়েছে: মাহিন

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, ছাত্রশিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্তু শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্রতত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে।

গতকাল শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন৷

ফেসবুক পোস্টে এনসিপির এ নেতা লেখেন, ছাত্রশিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। ৫ আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করতো তখন শিবির এক্সিস্ট করতো না, কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। এটা তো আর মিথ্যা নয়।

তিনি আরও লেখেন, বড় ভাই হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছেতাই করলে মেনে নেবো না।


রাজনীতি এর আরও খবর: