কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হকের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হকের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ


কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।


মাননীয় অর্থমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শোকবার্তায় মাননীয় অর্থমন্ত্রী বলেন, আরফানুল হক ছিলেন একজন পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। নিবেদিতপ্রাণ এই রাজনীতিবিদের মৃত্যু শুধু কুমিল্লা নয়, দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। ২০২২ সালে আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি কুমিল্লা ক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। আরফানুল হক যখন ছাত্রলীগের রাজনীতি করতেন, তখন হামলায় গুরুতর জখমও হয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময়েও তিনি রাজনৈতিক কারনে অনেক অত্যাচার ও নিপিড়নের শিকার হন।


উল্লেখ্য যে, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) আজ বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: