কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিমুল হোসেন মারা গেছেন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিমুল হোসেন মারা গেছেন



ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক (লেকচারভিত্তিক) এবং কলেজের প্রাক্তন ছাত্র মো. শিমুল হোসেন (২৬) ১৯ সেপ্টেম্বর ২০২২ সকাল ৬টায় স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৯ মে ২০২২ থেকে এ কলেজে শিক্ষকতা করেন।


শিমুল হোসেন ঢাকা কমার্স কলেজ থেকে  ২০১৮ সালে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ (শিক্ষাবর্ষ ২০১৭-১৮, রোল নম্বর এমএম ৪২৫, ব্যাচ ২১তম) এবং ২০১৭ সালে বিবিএ (শিক্ষাবর্ষ ২০১৩-১৪, রোল নং এম ১০৮৯, ব্যাচ ২০তম) ডিগ্রি লাভ করেন।


শিমুল হোসেন যশোর পলাশপোল আদর্শ হাই স্কুল থেকে এসএসসি (২০১১) এবং যশোর নালতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসি (২০১৩) উত্তীর্ণ হন।


শিমুল হোসেন অত্যন্ত সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন। তিনি ঢাকা কমার্স কলেজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ ও ২০১৭-এ সর্বোচ্চ সংখ্যক ইভেন্টে বিজয়ী হন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ কবিতা আবৃত্তি বিষয়ে ঢাকা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। তিনি ঢাকা কমার্স কলেজে বিতর্ক ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।


শিমুল হোসেন বিভিন্ন সামাজিক কার্যে সম্পৃক্ত ছিলেন। তিনি কালিগঞ্জ নালতা কাকশিয়ালী ফাউন্ডেশনের সভাপতি। তিনি আগরগাঁও সবুজপাতা সামাজিক সংগঠনের সিনিয়র সদস্য। শিমুল হোসেন পলাশপুর আদর্শ হাইস্কুল থেকে ‘বেস্ট লিডারশিপ ইন দ্য ইয়ার’ ২০০৭ ও ২০০৯ লাভ করেন। তিনি একজন পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী।


১৯ সেপ্টেম্বর ২০২২ বাদ আসর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভারাশিমলা ইউনিয়নের মার্কা গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন করা হবে। তাঁর পিতা মো. ইয়াদ আলী মীর ও মাতা মোছা. ফরিদা খাতুন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা ও ৪ বোন রেখে গেছেন। 


ঢাকা কমার্স কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মো. শিমুল হোসেনের অকাল মৃত্যুতে ঢাকা কমার্স কলেজ পরিবারের পক্ষে শোকজ্ঞাপন করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: