এবার হজযাত্রীদের কোনও ভোগান্তি হবে না: পিআইআরএফ এর ইফতার মাাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শেখ আব্দুল্লাহ

 প্রকাশ: ১৫ মে ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

এবার হজযাত্রীদের কোনও ভোগান্তি হবে না: পিআইআরএফ এর ইফতার মাাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শেখ আব্দুল্লাহ

এবার হজযাত্রীদের কোনও ভোগান্তি হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শেখ আব্দুল্লাহ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলানায়তনে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম (পিআইআরএফ)-এর ইফতারে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমি নিজে হজে গিয়েছি। দেখেছি হাজীদের কষ্ট। আমি তখনই মনে মনে ভেবেছি, কখনও যদি হাজীদের খেদমত করার সুযোগ পাই তাহলে সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমি দায়িত্ব পাওয়ার পর ছয়টা দাবি নিয়ে সৌদি আরব যাই। এর মধ্যে চারটি দাবি সৌদি সরকার মেনে নিয়েছে। অন্যতম দাবি ছিল, জেদ্দা বিমান বন্দরে হাজীদের যে ইমিগ্রেশন হয়, তা বাংলাদেশে হবে। এটা অনেক বড় সাফল্য।’

পিআইআরএফ-এর সভাপতি আছাদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শেখ আব্দুল্লাহ বলেন, ‘এবার বিশ্ব ইজতেমা হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সবার সঙ্গে আলাপ করে সেই সমস্যার সমাধান হয়েছে। এতে সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। পিআইআরএফ এর সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে ইমেগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনদুর্ভোগ এর আরও খবর: