এনজিও ফোরামের গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু শাহেদা বিবি নিহত, গাড়ি জব্দ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে ( উখিয়া, কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও ফোরাম) এর গাড়ির ধাক্কায় সাহেদা বিবি (২) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাতে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদা বিবি উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-জি, শেড-৪৪-এর সৈয়দ আহমদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও সংস্থার একটি গাড়ির ধাক্কায় দুবছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করে। গাড়ি জব্দ করা হয়েছে।