আনুষ্ঠানিক ভাবে মাগুরাতে যাত্রা শুরু করলো বাজারপিডি ডট কম

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২০, ০৯:৪৪ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

আনুষ্ঠানিক ভাবে মাগুরাতে যাত্রা শুরু করলো বাজারপিডি ডট কম

আনুষ্ঠানিক ভাবে মাগুরাতে যাত্রা শুরু করলো বাজারপিডি ডট কম। শহরের ষ্টেডিয়াম গেটে অবস্থিত বাজারপিডি ডট কম -এর অফিস থেকে সেবা সমূহ পাওয়া যাবে। ০১৯৫৯-৬৯৭৬৭৭ ও ০১৮৫১- ৫৭৫৭৫৮ নাম্বারে ফোন করে গ্রাহকরা সেবা নিতে পারবেন। এছাড়াও ফেসবুক (fb.com/bazarpd24) এ অর্ডার করা যাবে।

সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি ঘরে বসেই ক্রয় করা যাবে।চাকুরীসহ সকল অনলাইন আবেদন ঘরে বসে করা যাবে ও আবেদনের কপি পাওয়া যাবে।বিদ্যুৎ বিল, পানি বিল, ব্যাংক ডিপিএস ইত্যাদী ঘরে বসে নিশ্চিন্তে প্রদান করা যাবে।

সকল প্রকার ওষুধ ও শিক্ষা উপকরন ঘরে বসে ক্রয় করা যাবে। গাড়ি বা মটর সাইকেল -এর ইনসুরেন্সে করা যাবে। লন্ড্রী সার্ভিস পাওয়া যাবে। (বাসা থেকে পিকআপ - বাসাতে ড্রপ)

বাড়ি, জমি, গাড়িসহ যেকোন সম্পদ ক্রয়-বিক্রয় এর বিজ্ঞাপন, বাসা ভাড়া দেওয়া নেওয়ার বিজ্ঞাপন, গৃহ শিক্ষক দেওয়া নেওয়ার বিজ্ঞাপন দেওয়া যাবে ফ্রী।

এছাড়াও সকল সংবাদপত্র বাজারপিডি ডট কম -এর ওয়েবসাইট থেকে পড়া যাবে।

বাজারপিডি ডট কম -এর প্রধান নির্বাহী মো: নাঈমুর রহমান বলেন, “মাগুরাতে এমন একটা ডিজিটাল সেবা নিয়ে আমরাই প্রথম কাজ করছি। ভবিষ্যতে ভাল সাড়া পাবো বলে আশাবাদী। এ ব্যাপারে আমরা মাগুরাবাসীর সহযোগীতা কামনা করি।”

মাগুরা শহরে এমন  ডিজিটাল সেবা চালু হওয়ায় বিশিষ্টজনরা শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: