আজ জনসংযোগবিদ শিবলী এর জন্মদিন
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন | জন্মদিন
শামসুল আলম শিবলী , মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে থিওলজী ( কম্পারিটিভ রিলিজিয়ন) বিষয়ে ১৯৯৬ সালে অনার্স ও ৯৭ সালে মাস্টার্স ডিগ্রী লাভ করেন । পরে সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। শিবলী ২০০৫ সনের ১৭ অক্টোবর মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে ততিনি শিক্ষকতা ও সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। কর্মজীবনে দৈনিক মুক্তকন্ঠ,দৈনিক জনতা,দৈনিক আজকের জনতা,গাজীপুর বার্তায় সম্পৃক্ত থেকে সাংবাদিকতা করেন। ২০০৩ সন থেকে গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ' শুভ সকাল ' -এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । এছাড়াও তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য।