সিনিয়র সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত এর জন্মদিন আজ

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন   |   জন্মদিন

সিনিয়র  সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত এর জন্মদিন আজ


শেখ নাজমুল হক সৈকত মিডিয়া জগতের এক কিংবদন্তী নাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও কিংসনিউজ এর এডিটর ইন চিফ  শেখ নাজমুল হক সৈকত।


বিশেষ করে ইলেক্টনিক মিডিয়ার কথা আসলেই যাদের নাম হৃদয় পটে ভেসে উঠে, তাদের মধ্যে অন্যতম তিনি। বিখ্যাত এই মিডিয়া ব্যক্তিত্বের আজ (৫ ডিসেম্বর) জন্মদিন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা দিয়ে পরিচিত ও খ্যাতি অর্জনকারী শেখ নাজমুল হক সৈকত বর্তমানে মাইটিভির হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন।


২০০০ সালে বাংলাদেশের প্রথম টেরিস্টেরিয়াল বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনে কাজ করেন শেখ নাজমুল হক সৈকত। ২০০১ সালে বিএনপি-জামাত জোট ইটিভি বন্ধ করে দিলে ২০০৪ সালে এটিএন বাংলায় বিশেষ প্রতিনিধি হিসেবে আবার সাংবাদিকতা শুরু করেন তিনি। এর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শেখ নাজমুল হক সৈকতকে।


কিংসনিউজ পরিবারের পক্ষ থেকে শেখ নাজমুল হক সৈকতকে জন্মদিনের শুভেচ্ছা