আমেরিকানদের মাস্ক পরতে বাধ্য করতে চান না ট্রাম্প

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০১:২৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

আমেরিকানদের মাস্ক পরতে বাধ্য করতে চান না ট্রাম্প

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার বিস্তার রোধে আমেরিকানদের মাস্ক পরতে বাধ্য করতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি জাতীয়ভাবে সবাইকে মাস্ক পরতে বাধ্য করার ভাবনার সঙ্গে একমত নন।


প্রেসিডেন্ট বলেন, জনগণের ‘কিছুটা স্বাধীনতা থাকা উচিত।’

ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সবাইকে মাস্ক পরাতে বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় নেতাদেরকে ‘প্রয়োজনে শক্তি প্রয়োগ করার’ আহ্বান জানিয়েছেন।


সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যের গভর্নর এখন উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। গত সপ্তাহে ট্রাম্প নিজেও প্রথমবারের মতো জনস্মুখে মাস্ক পরেছেন। যদিও এর আগে তিনি মাস্ক পরতে অনীহা প্রকাশ করেছিলেন।

আন্তর্জাতিক এর আরও খবর: