ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন   |   জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক
এক ছিনতাইকারী চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন—এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার পর ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছেন। একপর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই সময় কাছেই সড়কে পুলিশের পোশাক পরা দুজন, সাদাপাশোকের একজনসহ তিন পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই চলে যান ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিলেন। ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা শুক্রবার গণমাধ্যমকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করেছি। এটি ধানমন্ডি থানার কলাবাগান বাস স্টপেজের কাছে। এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি। তবুও আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

জাতীয় এর আরও খবর: