সীমান্ত ব্যাংক এবং SSLCOMMERZ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন | প্রেসরিলিজ

সীমান্ত ব্যাংক এবং SSLCOMMERZ এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ SSLCOMMERZ প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশজুড়ে ১০,০০০-এর অধিক মার্চেন্টের সঙ্গে অনলাইন ও অফলাইনে EMI সুবিধা উপভোগ করতে পারবেন।
EMI-এর পাশাপাশি, সীমান্ত ব্যাংকের গ্রাহকরা এখন SSLCOMMERZ ব্যবহার করে নিয়মিত অনলাইন ও অফলাইন কেনাকাটা নির্বিঘ্নে ও নিরাপদভাবে সম্পন্ন করতে পারবেন। QR কোড স্ক্যানের মাধ্যমেও অনলাইন ও অফলাইন লেনদেন ও কেনাকাটার সুবিধা থাকছে, যা গ্রাহকদের জন্য আরো সহজ এবং স্মার্ট শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং SSLCOMMERZ এর সি.ই.ও রাইয়ান এস. ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, SSLCOMMERZ এর জেনারেল ম্যানেজার মাহমুদ এইচ. ভুইয়া-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।