গাজীপুর রোটারী ক্লাবের করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক আলোচনা সভা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৫ পূর্বাহ্ন | সারাদেশ

মেহেদী হাসান সোহেল(গাজীপুর) :
আজ সোমবার ০৭ সেপ্টেম্বার গাজীপুর রোটারী ক্লাবের নিয়মিত পাক্ষিক মিটিংয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান করোনা রোধে স্বাস্থ সচেতনতার বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় তিনি বলেন সামাজিক সচেতনতা এবং ব্যক্তি পর্যায়ের আত্মরক্ষার যাবতীয় স্বাস্থ্যবিধি সজাগ দৃষ্টি তে মেনে চললে এই রোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব। বিশেষ করে আমাদের প্রাত্যহিক জীবনে সকল কর্মকাণ্ডে যদি আমরা সচেতন হয়ে মাক্স ব্যবহার করি এবং হাতমুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ওকে অপরের সান্নিধ্য গেলেও সারির দূরত্ব বজায় রাখি।তাহলে আমাদের দৈন্দিন কর্মকাণ্ডে আমারা নিয়োজিত হতে পারি।কেননা এই সমস্যা আমাদেরই সচেতন ভাবে মোকাবেলা ক্রেই বেঁচে থাকতে হবে এবং নিজেদের এই ধরনের সংক্রমণ হতে রক্ষা করতে হবে।যতটা শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাত্যাহিক কাজ কর্ম সম্পাদন করতে হবে। বাসার বাইরে গেলে নিজেকে সম্পূর্ণ জীবানু মুক্ত করে পরিবারের সাথে বসবাস করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আলোচনা অনুষ্ঠানে গাজীপুর রোটারী ক্লাবের সাধারণ সদস্যরা সহ ক্লাবের বোর্ড মেম্বারগন এবং সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলিমুদ্দিন বুদ্দিন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সায়েম।