জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন: রিজভী

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন   |   রাজনীতি

জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন: রিজভী


অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন।শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মানিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।রিজভী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস সরকার বিপ্লবের ফলে একটা জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেটাতে জনগণ ভোট দিতে পারে। আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতেন, স্টেজে বসা আমরা যারা এখানে আছি প্রত্যেকের ফাঁসি হতো। কারণ এই মহিলার তো কাণ্ডজ্ঞান নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছে। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে দেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল।


রাজনীতি এর আরও খবর: