যশোর অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

যশোর অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী।

সভায় বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি ব্যবসার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসার প্রসারে কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এক উচ্ছ্বসিত পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন কোম্পানির ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: