বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন | ভিন্ন খবর
আজ বুধবার (৩ জুলাই) সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরশনের চেয়াম্যান মোঃ তাজুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।