টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০১:১৮ অপরাহ্ন   |   রাজনীতি

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গত ১৪ তারিখ করোনা পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নমুনা জমা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ আসে।


একাধিক সূত্র জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গিয়েছেন তবে তিনি এখনো সুস্থ ও স্বাভাবিক আছেন। তাঁর মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই।

রাজনীতি এর আরও খবর: